ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
🕐 ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।

এ সময় উপজেলার তালেবপুর বাজারের সম্রাট ফামের্সিকে ভেজাল ওষুধ বিক্রি এবং মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মজুদকৃত ভেজাল ওষুধ জব্দ করে উন্মুক্ত স্থানে বিনষ্ট করা হয়।

এদিন পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং করা হয়। নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ও কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানাকে অভিযানে সহযোগিতা করে সিংগাইর থানার পুলিশ।

 
Electronic Paper