ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হেফাজতের মামলায় না’গঞ্জে জামায়াতের আমীর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

হেফাজতের মামলায় না’গঞ্জে জামায়াতের আমীর গ্রেফতার

নারায়ণগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতা ও নাশকতার মামলায় জামায়াতের আমীর মাওলানা মঈনউদ্দীনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার গভীর রাতে নগরীর হাজীগঞ্জের নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দীন আহমাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর বাড়িতে উপস্থিত থাকা জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকেও গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মঈনউদ্দীন আহমাদকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি জামায়াতের আরেক সদস্য জনি ও বিএনপি নেতা ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতাল কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় অর্ধশত যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুর ও সড়ক অবরোধ করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তিকে আসামি করে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়।

 
Electronic Paper