ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জেলায় জেলায় জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১০ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২১

জেলায় জেলায় জাতীয় ভোটার দিবস পালিত

‘বয়স যদি আঠার হয়, ভোটার হতে দেরি নয়’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

ধুনট (বগুড়া) : এ উপলক্ষে ধুনটে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরেও এ উপলক্ষে দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করা হয়। দৌলতপুর ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।

জামালপুর : জামালপুরে এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল আলম।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় এ উপলক্ষে আলোচনা সভা ও স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অফিসার্স কল্যাণ ক্লাব হলরুমে এর উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাসলীমা বেগম।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রাফিউল আলম সকালে উপজেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাচন অফিসার সাহাজাহান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইউএনও রাফিউল আলম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমানপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ।

লালপুর (নাটোর): নাটোরের লালপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় নির্বাচন অফিসার হাসিব বীন শীহাবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী রবিন আহম্মেদ প্রমুখ।

মোহনগঞ্জ (নেত্রকোণা) : মোহনগঞ্জে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। ইউএনও আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক, কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।

মৌলভীবাজার : মৌলভীবাজারে দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসে বেলুন উড়িয়ে যারা নতুন ভোটার হয়েছেন তাদের স্মার্ট কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর জালাল আহমদ প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাচনের অফিসের উদ্যোগে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও জয়া মারীয়া পেরেরা। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

কিশোরগঞ্জ : এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।

শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মার্টকার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আ.লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু।

তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা রায়, তানোর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা নির্বাচন অফিসের সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ইউএনও আবু তাহের সামসুজ্জামান উপস্থিত থেকে ফেস্টুনসহ বেলুন উড্ডয়নের মাধ্যমে দিবসের সূচনা করেন।

 
Electronic Paper