ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাস্তায় মা হলেন ‘পাগলী’, বাবা হয়নি কেউ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

রাস্তায় মা হলেন ‘পাগলী’, বাবা হয়নি কেউ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছেন শাবনূর নামে এক পাগলী।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে এ সন্তানটি প্রসব করেন ওই পাগলী মা। তবে সন্তানটির বাবা হয়নি কেউ। এখন পাগলী ও তার মেয়ে বাস কাউন্টারের সামনের এক চকলেট বিক্রেতা নাসিমার তত্বাবধানে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা উঠার পর পাগলী নিজেই তার সন্তান প্রসব করে। খবর পেয়ে চকলেট বিক্রেতা নাসিমা তাদেরকে উপজেলার মেথর পট্টিতে নিয়ে গোসল করায়। এখন মা-মেয়ে নাসিমার তত্বাবধানে রয়েছেন।

এ বিষয়ে নাসিমা জানান, দেড় মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে পাগলীকে আলট্রাসনোগ্রাম করিয়েছিলো। তারপর আর ডাক্তার দেখানো হয়নি।

তিনি আরও বলেন, গত ২ বছর যাবত ওই পাগলি মা শিমরাইল মোড়ে ঘোরাঘুরি করে। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবন ধারণ করতো ওই পাগলী। এখন পাগলী ও তার মেয়ে সুস্থ আছে বলেও জানান তিনি।

 
Electronic Paper