ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চরভদ্রাসনে ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজিডাঙ্গী এলাকায় শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

একই দিনে উপজেলা আওয়ামী লীগ এবং স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর পৃথক কর্মসূচি থাকায় সকালে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়।

পুলিশ জানায়, দলের সেক্রেটারি মো. কাউছার হোসেনের বাড়িতে বিকাল ৩টায় কর্মী সমাবেশের ডাক দেয় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ। পাশেই হাজিডাঙ্গী মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচন ও যোগদান সমাবেশের আয়োজন করেন এমপি নিক্সন চৌধুরী। এ অবস্থায় হাজীডাঙ্গী এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মো. কাউছার হোসেন বলেন, 'নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ ডাকায় আমার বাড়িতে অনেক লোক জড়ো হওয়ার কথা ছিল। কিন্ত ১৪৪ ধারা জারি করায় আমরা কর্মসূচি স্থগিত করেছি।'

স্বতন্ত্র এমপির উপজেলা আহ্বায়ক আনোয়ার আলী মোল্লা জানান, হাজীডাঙ্গী মাদ্রাসায় বিকাল ৩টায় এমপি নিক্সন চৌধুরীর পরিদর্শন ও স্কুল মাঠে যোগদান অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। যথা সময়ে অনুষ্ঠান শুরু হবে।

চরভদ্রাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, আইন,শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় হাজীডাঙ্গী এলাকার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার জানান, সংঘর্ষ এড়াতে হাজীডাঙ্গী এলাকার আশপাশে সভা, সমাবেশ ও যে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 
Electronic Paper