ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অভিযানেও গাজীপুরে কমেনি মাদকের বিস্তার

তানজেরুল ইসলাম, গাজীপুর
🕐 ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

গাজীপুর মহানগরীর অলিগলিসহ উপজেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলেও মরণ নেশা ইয়াবার বিস্তার ঘটেছে। গাজীপুরে অগণিত ইয়াবাসেবী এখন খুচরা মাদক বিক্রেতা। এতে ইয়াবা আরও সহজলভ্য হয়েছে।

শুধুমাত্র গাজীপুরের আবাসিক এলাকাগুলোতেই নয়, চলতি বছর জেলার কাশিমপুর কারাগার থেকেও ৮০০ পিস ইয়াবাসহ কারারক্ষী আটকের ঘটনা ঘটেছে। মাদক সংক্রান্ত বিরোধে নগরীর টঙ্গীতে জোড়া খুন, সখীনগর এলাকায় মুহিনকে নৃশংসভাবে খুন, জেলার কালিয়াকৈরে ফিরোজ খান ও একই উপজেলায় সম্প্রতি খুন হওয়া আরেক যুবকের নাম উজ্জ্বল।
গাজীপুরে মাদক প্রবেশের রুট : উত্তরবঙ্গের ১১৮টি রুটের বিভিন্ন পরিবহনের প্রবেশদ্বার গাজীপুর। কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস হয়ে ওইসব রুটের যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহন চলাচল করছে। তবে ওই তিনটি ট্রাফিক পয়েন্টে পুলিশের তেমন একটা নজরদারী নেই। এছাড়া নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ এবং সিলেটের যাত্রীবাহী এবং পণ্যবাহী পরিবহনগুলো কালিগঞ্জ-টঙ্গী স্টেশন রোড হয়ে গাজীপুরের ওপর দিয়ে ঢাকা শহরে প্রবেশ করছে। এসব রুটে গত এক বছরে খুব কমই চেকপোস্ট পরিচালিত করেছে পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান খোলা কাগজকে  জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় মাদক ও জঙ্গি নির্মূল প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। তিন ধরনের স্পেশালাইজেশনের ওপরে তিনটি উইং গঠন করা হয়েছে। তবে উইং ভিত্তিক কার্যক্রম এখনো শুরু হয়নি। বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যক্রম চলছে। আমাদের অর্গানোগ্রাম হয়ে গেছে। জনবল নিয়োগ হলে প্রতিটি উইং আলাদাভাবে দায়িত্ব পালন করবে। তখন নিয়মিত মাদকবিরোধী অভিযানে আলাদা উইং কাজ করবে। টঙ্গীর বস্তিগুলোসহ গাজীপুর মেট্রোপলিটন এলাকায় মাদক নির্মূলে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

 
Electronic Paper