ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শেরপুরে নকল সার জব্দ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
🕐 ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

শেরপুরে নকল সার জব্দ

বগুড়ায় চলতি বোরো মৌসুমকে ঘিরে গড়ে উঠা ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানার সন্ধান মিলেছে।

গত বুধবার মধ্যরাতে ওই অবৈধ কারখানা থেকে ৩০ বস্তা ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেইসঙ্গে এই কারবারির সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শেরপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মাটি ও ইটের খোয়ার সঙ্গে মিশিয়ে সার তৈরি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো ব্যবহার করে ফসলের উপকারের পরিবর্তে ক্ষতি হবে। তাই যেকোন মূল্যে এই চক্রটিকে রুখতে হবে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভেজাল সার ও কীটনাশক জব্দসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূলহোতাকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে গ্রেফতারকৃতদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-গ(১)/২৫-ঘ ধারায় মামলা হয়েছে বলে তিনি।

 

 
Electronic Paper