ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে পরকীয়ার জেরে হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

কিশোরগঞ্জে পরকীয়ার জেরে হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে নবী হোসেনকে হত্যার দায়ে এক নারীসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। সেই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ২৫ জানুয়ারি, মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজেশ্বর এলাকার মোহন পাঠানের মেয়ে সুমনা বেগম শিলা (২৮) ও কাজী মনির মাস্টারের ছেলে কাজী নজরুল ইসলাম (৩৫)। আদালতে কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সুমনা বেগম শিলা পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজী মনির মাস্টারের ছেলে কাজী নজরুল ইসলামের সুমনা বেগম শিলার বিয়ের পর দুইজনের ছাড়াছাড়ি হয়। পরে সুমনা বেগম শিলা কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসায় থাকাকালীন নবী হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নবী হোসেনের সাথে প্রেমের সম্পর্ক চলাকালীন আবারও নজরুল ইসলামের সাথে সুমনার পুনরায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে নবী হোসেন ও নজরুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয় এবং নজরুল ইসলামকে সাথে নিয়ে সুমনা বেগম শিলা তার ভাড়া বাসায় নবী হোসেনকে ডেকে নিয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করে।

 
Electronic Paper