ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নকলায় ৩৩ গৃহহীনের মধ্যে ঘরের চাবি হস্তান্তর

নকলা (শেরপুর) প্রতিনিধি
🕐 ৮:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

নকলায় ৩৩ গৃহহীনের মধ্যে ঘরের চাবি হস্তান্তর

শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি ও গৃহহীন ৩৩ পরিবারের মধ্যে সরকারি (খাস) জমির দলিল ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরের চাবি প্রদান করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম দফার এ সকল উপকারভোগীর হাতে জমির কবুলিয়ত, ডিসি আর, পর্চা ও ঘরের চাবি তুলে দেওয়া হয়।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রথম দফায় সারা দেশে ৬৬ হাজার ১৮৯ জনকে একক গৃহ প্রদান এবং তিন হাজার ৭১৫ জনকে ব্যারাকে পুনর্বাসনের লক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে শুভ উদ্বোধন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দফতর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, ইউপি চেয়ারম্যান শামসুর রহমান আবুল, আনিসুর রহমান সুজা প্রমুখ।

 

 
Electronic Paper