ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুজিববর্ষ উপলক্ষে নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
🕐 ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার শাহজানী যুব সমাজ খাষ শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে (মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ ক্যাম্প) এ সবংর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্মৃতিকথা উপস্থাপন করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো.ইনসাফ আলী ওসমানী।

ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননাদানের মাধ্যমে তাদের বীরত্বের প্রতি সম্মান জানানো এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ।

তিনি আরও বলেন, জীবিত থাকতে সকল মুক্তিযোদ্ধাদেরকে সবংর্ধনা দিয়ে তাদের মর্যাদা দিতে হবে। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো.শরিফুল ইসলাম স্বপন।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, ভারড়া ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি মো.শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী জনতা হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধারা গড়ে তুলেন প্রবল প্রতিরোধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তারা আরও বলেন, বর্তমান ও পরবতী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মপ্রত্যয়ী ও দেশ প্রেমিক নাগরিকে পরিণত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ১৯০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 
Electronic Paper