ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) ভোরে বড়িকান্দি কাচারি বাড়ির দক্ষিন পাশের বারেক মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- চাচা গোলাম মোস্তফা (৭০) ও ভাতিজা জসু মিয়া (৬০)। তারা একই গোষ্ঠির আপন চাচা ভাতিজা। এ ঘটনায় বুধবার নবীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোরে বিদ্যুৎ মিটার-এর সট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। আগুন নিভাতে চাচা ঘরের দিকে যেতে গেলে উঠানে পড়ে থাকা বিদ্যুৎ-এ তারে পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। চাচির চিৎকার শুনে ভাতিজা জসু মিয়া এসে চাচাকে উঠাতে গেলে সেও বিদ্যৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজনই মারা যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, ঘটনাটি দুঃখজনক। সরকারি ভাবে ওই পরিবারের জন্য তাৎক্ষনিক সাহায্য হিসাবে ঘরের টিন ও আর্থিক অনুদান প্রদান করা হবে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন, এটি একটি দুর্ঘটনা, কারো কোন অভিযোগ না থাকায় এলাকায় জনপ্রতিনিধি ও সুশিল সমাজের ব্যক্তিদের সুপারিশে লাশ দুইটি দাফন কাপনের ব্যবস্থা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়।

 
Electronic Paper