ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আখাউড়া পৌর নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
🕐 ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

আখাউড়া পৌর নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে ছয় প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান।

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের নাম ঘোষণা করা হয়।

মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র নুরুল হক ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন আব্দু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবারক হোসেন রতন। অপর দুই বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম ও মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

এছাড়া সংরক্ষিত নারী আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গত ১৭ জানুয়ারি তিনটি পদে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ের শেষ দিন ৮ জন প্রার্থী বাদ পড়ে যায়।

বাদ পড়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ পৌরসভায়।

 

 

 
Electronic Paper