ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজদিখানে ইটভাটায় জরিমানা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
🕐 ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

সিরাজদিখানে ইটভাটায় জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর এলাকায় মঙ্গলবার কৃষি জমির মাটি ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ।

ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, উপজেলার বালুচর ইউনিয়নে অবস্থিত তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ইটভাটাগুলো হলো যথাক্রমে (১) মেসার্স আব্দুল্লাহ ব্রিকস (২) মেসার্স আপেল মাহমুদ ব্রিকস এবং (৩) নিউ ফাইভ স্টার ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫ ধারায় প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক নয়ন মিয়া, সিরাজদিখান থানার এসআই ইমরান হোসেন এবং ফায়ার সার্ভিসের একটি টিম।

 

 
Electronic Paper