ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মনোহরদী পৌরসভায় আ’লীগ প্রার্থী সুজনের জয়

নরসিংদী প্রতিনিধি
🕐 ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

মনোহরদী পৌরসভায় আ’লীগ প্রার্থী সুজনের জয়

দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনে নরসিংদীতে মনোহরদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ পৌরসভায় প্রথম বারের মত ৯টি ওয়ার্ডে ৪০ কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট নেয়া হয়। এতে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন।

তবে ইভিএমে ভোট দিতে এসে অনেকে বিরম্বনায় পরেন। এতে আঙ্গুল এর ছাপ না নেয়ায় অনেকে ভোট না দিতে পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।

দ্বিতীয় শ্রেণির মনোহরদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন (৮৮৮২), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক ধানের শীষ প্রতীককে ভোট পেয়েছেন (৫৮৫), স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ (মোবাইল ফোন প্রতীকে নিয়ে ভোট পেয়েছেন (৩৭২) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন (৪০২) আবদুল মান্নান।

এছাড়া কাউন্সিলর/সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ২৯ জন প্রার্থী। এর মাঝে ৯জন পুরুষ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর জয় লাভ করেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন সিনিয়র কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে স্বাভাবিক ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টা থেকে বেলা সাড়ে বিকাল ৮ পর্যন্ত কেন্দ্রে গুলোতে ভোটারদের উপস্থিতি ব্যাপক সাড়া পেয়েছি। এ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।

 
Electronic Paper