ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শরীয়তপুরে কোভিট ১৯ ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা

শরীয়তপুর প্রতিনিধ
🕐 ৩:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

শরীয়তপুরে কোভিট ১৯ ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা

লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো আয়োজনে শরীয়তপুরে কোভিড-১৯ এবং ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আআব্দুল্লাহ্ আল মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনীর আহম্মেদ খান।

কোভিট- ১৯ ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালা উপর প্রেজেন্টেশন করেন শরীয়তপুর সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা. এস এম মাসুদ হাসান।

পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর সিভিল সার্জন সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. মাহবুর রহমান।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিশ মশার মাধ্যমে ছড়িয়ে থাকে। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারত্মক আকার ধারণ করতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়তে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।

বক্তারা সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সব সময় মুখে মাস্ক ব্যবহারের উপর জোর দাবী জানান।

 

 
Electronic Paper