ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বারান্দায় পাঠদান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
🕐 ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২১নং দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনেই পাঠদান করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থী। শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষকরাও ঝুঁকি নিয়ে অফিসে বসেন। আবহাওয়া ভালো থাকলে বারান্দায় ক্লাস নেন শিক্ষকরা। অন্যদিকে বৃষ্টি এলে বাধ্য হয়ে প্রাণনাশের ভয় নিয়ে ক্লাস করেন ওই ঝুঁকিপূর্ণ ভবনে। তবে ভেতরে ক্লাস করতে অনীহা রয়েছে শিক্ষার্থীদের। নতুন ভবনের ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ বাড়ছে অভিভাবক মহলে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের ২১নং দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। দেয়ালে রং দিয়ে জীর্ণতা ঢেকে দিলেও ১৯৯১ইং সনে নির্মিত ৩ কক্ষের একটি টিনসেড ভবনের ইটের দেয়াল পেছন দিকে থেকে বিগত ৩ বছর ধরে ফাটল ধরেছে। দেয়াল ও পিলারসহ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে ওই ভবনের পাকা মেঝে থেকে দেয়াল আলাদা হয়ে হেলে পড়লেও উপযুক্ত শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়ে শিক্ষক মিলনায়তনসহ ও দুটি শ্রেণিকক্ষে পাঠদান চলছে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের আপত্তি থাকায় বারান্দায়ও পাঠদান করতে দেখা গেছে। এছাড়া বিদ্যালয়টিতে ২৫০জন শিক্ষার্থীর জন্য রয়েছে ৬ জন শিক্ষক। ২০০৮ সালে ২ কক্ষের অপর একটি ভবন নির্মাণ করলেও দুকক্ষে ওইসংখ্যক শিক্ষার্থীদের সংকুলান হচ্ছে না। এতে বিপাকে বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষ।

 
Electronic Paper