ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

অগ্নিবীণা সম্মাননা পেলেন খোলা কাগজের নেয়ামত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০২০

সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা সম্মাননা পেয়েছেন খোলা কাগজ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ। শনিবার (৫ ডিসেম্বর) নগরীর ডাক বাংলোয় সংগঠনটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সংগঠক হিসেবে তাকে এ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বেগম রোকেয়া পদকের জন্য মনোনীত বীরমুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারী কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, কাউন্সিলর আব্দুল করিম বাবু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, লেখক গবেষক তারাপদ আচার্যসহ ২১ জন গুণী ব্যক্তিকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেয় সংগঠনটি।

শনিবার বিকেলে সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক রণজিৎ মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার তারেক হাওলাদার।

সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ফরিদা আক্তার বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের সময় শেষ হয়ে এসেছে। যে কোন দিন চলে যাব। এ প্রজন্মের অনেকে যখন মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার জন্য আফসোস করেন, তখন নিজেদের অনেক ভাগ্যবান মনে হয়। আমাদের জীবনের সোনালী সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।

তারেক হাওলাদার বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণে এ দেশ আজ স্বাধীন। আমিও মুক্তিযোদ্ধার সন্তান। এ জন্য আমি গর্বিত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, শিক্ষক পরিষদ নেতা ব্রজেন্দ্রনাথ সরকার।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অন্যরা হলেন- কনোরাযোদ্ধা জাপা নেতা রিপন ভাওয়াল, সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, দিলীপ কুমার মণ্ডল, আব্দুর রহিম, এনামুল হক প্রিন্স, ফরিদ আহমেদ বাঁধন, কবি জাহাঙ্গীর ডালিম, মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, প্রকাশক আহমেদ রউফ।

 
Electronic Paper