ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পরিবহনে নৈরাজ্য, নাকাল যাত্রী

তানজেরুল ইসলাম ও আতিকুর রহমান কাযিন
🕐 ১১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ০৪, ২০২০

সরকার নির্ধারিত বাস ভাড়া থেকে তিনগুণ বেশি আদায় করা হচ্ছে কিশোরগঞ্জে। বৈশি^ক করোনা মহামারীর সুযোগে আরও জেঁকে বসেছে পরিবহন মালিক সমিতি। তাদের অরাজকতায় নাকাল লাখ লাখ যাত্রী। এ দিকে প্রকাশ্য দিবালোকে তিনগুণ বেশি ভাড়া উল্লেখ করে টিকিট বিক্রি হলেও নাকি জানে না জেলা ও উপজেলা প্রশাসন। শুধু তাই নয়, অতিরিক্ত বাস ভাড়ার কথা শুনে অবাক হয়েছেন খোদ সাবেক পুলিশ মহাপরিদর্শক ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

অনুসন্ধান বলছে, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড থেকে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার থানাঘাট পর্যন্ত দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। এই সড়ক পথে নিয়মিত চলাচল করছে জলসিঁড়ি এক্সপ্রেস (প্রা.) লিমিটেড ও উজানভাটি পরিবহনের বাস। এ সড়ক পথে ওই দুটি কাউন্টার ভিত্তিক পরিবহনের বিকল্প বাস সার্ভিস নেই। এই সুযোগে যাত্রীদের জিম্মি করে কটিয়াদী থেকে থানাঘাট পর্যন্ত মাত্র ১৫ কিলোমিটার সড়কে জলসিঁড়ি এক্সপ্রেস ভাড়া আদায় করছে ৭০ টাকা। অন্যদিকে উজানভাটি পরিবহন আদায় করছে ৬০ টাকা। যেখানে সরকার নির্ধারিত বাসভাড়া ২১ টাকা ৩০ পয়সা। 

অন্যদিকে, পাকুন্দিয়া উপজেলার থানাঘাট থেকে কিশোরগঞ্জের দূরত্ব ২৫ কিলোমিটার। ওই সড়ক পথে নিয়মিত চলাচল করছে কাউন্টারভিত্তিক পরিবহন অনন্যা সুপার ও অনন্যা ক্লাসিক। ওই ২৫ কিলোমিটার সড়কে সরকার নির্ধারিত বাসভাড়া ৩৫ টাকা ৫০ পয়সা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৯০ টাকা। এ ছাড়া কিশোরগঞ্জ থেকে থানাঘাট হয়ে গাজীপুর কাপাসিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ৪৯ কিলোমিটার সড়কে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে ১৩০ টাকা। যা সরকার নির্ধারিত ভাড়ার চাইতে ৬৯ টাকা ৫৮ পয়সা বেশি। আর নিত্যদিন সন্ধ্যা ঘনিয়ে এলেই বিভিন্ন অজুহাতে এক লাফে বাস ভাড়া হয়ে যায় চার গুণ বেশি।

বাসযাত্রী মুসা মিয়া জানান, লক্কর-ঝক্কর বাসগুলো কাউন্টার বাস সার্ভিস সেজে ভাড়ার নামে ডাকাতি করছে। বাসের ভিতরে নাজুক অবস্থা। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। আরেক যাত্রী আলেয়া আক্তার বলেন, ‘বিকল্প বা লোকাল বাস সার্ভিস না থাকায় কাউন্টার বাসগুলো যাত্রীদের ওপর জুলুম করছে। প্রতিবাদীদের আরও বেশি ভাড়া দিয়ে সিএসজি চালিত অটোরিকশাতে চলাচল করতে হবে।’

অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জলসিঁড়ি এক্সপ্রেস (প্রা.) লিমিটেডের পরিচালক রেজাউল করীম রুমী বলেন, ‘তিনি এই ব্যাপারে কিছুই নাকি জানেন না।’

এ ব্যাপারে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, ‘অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।’ অপরদিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ‘অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে জানতে বাস মালিক সমিতিকে তিনি তলব করবেন বলে জানান।’

অন্যদিকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তিনিও জানেন না। এ ছাড়া খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।’

 
Electronic Paper