ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

না.গঞ্জে ভয়াবহ আগুন

খোলা আকাশের নিচে ৩৬ পরিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬ পরিবার সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। পরনের কাপড়সহ সব পুড়ে যাওয়ায় শীতেও খোলা আকাশের নিচে অবস্থান করছেন তারা। ক্ষতিগ্রস্তরা পরিবার নিয়ে কোথায় দাঁড়াবে তা ভেবে হতাশায় ভুগছেন।

গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাদের খোঁজ-খবর নিতে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর এবং তাদের খাবারের ব্যবস্থা করেন। ইউএনও নাহিদা বারিক আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে তালিকা তৈরির নির্দেশ দেন।

আগুনে ক্ষতিগ্রস্তরা জানান, বৃহস্পতিবার আগুনের সময় জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে যায় সবাই। ঘর থেকে একটি সুতাও নিতে পারেনি কেউ। ফ্রিজ, টিভিসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে সর্বশান্ত মানুষগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে তারা।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার উত্তর নরসিংপুর-মুসলিমনগর এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকা- হয়। এতে ৩৫-৩৬টি টিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 
Electronic Paper