ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বালিয়াকান্দিতে সরকারী কাজে বাধা দেয়ায় রাজমিস্ত্রিকে দণ্ড

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
🕐 ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

বালিয়াকান্দিতে সরকারী কাজে বাধা দানের অভিযোগে রাজমিস্ত্রিকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. রুহুল ফকির (৪৮) উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আসমত আলী ফকিরের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আবু দারদা এই আদেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আবু দারদা বলেন, ভূমি অফিসে এসে নামজারী কেসের মূল আবেদনকারীর বৈধ প্রত্যয়ন ছাড়াই আইন বহির্ভুত ভাবে হুমকি ধামকি দিয়ে নামজারী কেসের ডিসিআর নেওয়ার চেষ্টা করে এবং সরকারী কর্মচারীকে নিয়মিত সরকারী কাজে বাধা প্রদানের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইতিপূর্বে দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে উপজেলা ভূমি অফিসে দালালীর অভিযোগে তাকে সতর্ক করা হয়েছিল বলেও তিনি জানান।

আসামিকে বালিয়াকান্দি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 
Electronic Paper