মাধবদীতে নির্বাচনী মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে নরসিংদীর মাধবদীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে মাধবদী পৌরসভার ৯নং ওয়ার্ডের মেন্ডাতলা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েরছ।
এদিকে জেলা আওয়ামী লীগের ঐক্য দেখে মাধবদীর নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে। আসছে পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সহযোগী অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক সাড়িতে বসে এ মতবিনিময় সভা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক মাধবদী পৌরসভা প্রশাসক আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধবদী পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব সফিউদ্দীন আহমেদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক ও মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জননেতা মো. আনোয়ার হোসেন, মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মাধবদী শহর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ।
আয়োজিত এ সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া, মাধবদী থানা জাতীয় শ্রমীকলীগের আহ্বায়ক আনিছুর রহমান সোহেল, মাধবদী থানা কৃষকলীগের সভাপতি খায়রুল ইসলাম ও সদস্য সচিব সুখ রঞ্জন মল্লিক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন, মাধবদী শহর কৃষকলীগের আহ্বায়ক মাইনউদ্দিন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদসহ আরও অনেকে।