ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শরীয়তপুরে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

শরীয়তপুর প্রতিনিধি
🕐 ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

সারা দেশের ন্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ৩ দফা দাবীতে কর্মবিরতি পালন শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে বেলা আড়াইটা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা ৩ দফা দাবী বাস্তবায়ন নিয়ে জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা। কিন্তু এখনো তারা অবহেলিত, বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার। তথচ টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। এর ধারাবাহিকতা বজায় রেখে আমরা কাজ করে চলছি অদ্যবধি। তাই নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনসহ ৩ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন দাবী বাস্তবায়ন কমিটির ভেদরগঞ্জ শাখার আহবায়ক মো. ফজলুর রহমান, বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের ভেদরগঞ্জ শাখার সভাপতি মো. মিজানুর রহমান, সদস্য মো. সিরাজুল ইসলাম বাড়ী।

কর্মসূচি শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

 
Electronic Paper