ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নরসিংদীতে নতুন করে করোনা আক্রান্ত ৮ জন

নরসিংদী প্রতিনিধি
🕐 ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলার সাত জন এবং মনোহরদীতে একজন রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৬১২ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে হাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে এই আট জনের করোনা শনাক্তের কথা জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৪ হাজার ৫৮২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন– সদর উপজেলায় এক হাজার ৫২৭ জন, শিবপুরে ২৬৬ জন, পলাশে ৩০২ জন, মনোহরদীতে ১৮৬ জন, বেলাবতে ১৫২ জন ও রায়পুরায় ১৭৯ জন।

বর্তমানে আক্রান্ত ১৫ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১০৫ জন হোম আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৮ জন মারা গেছেন।

 
Electronic Paper