ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উদ্ধারকৃত গাঁজা আত্মসাতের অভিযোগে এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
🕐 ১১:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

কিশোরগঞ্জের ভৈরবে মাদক আত্মসাতের অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) হানিফ সরকারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ২৪ নভেম্বর, মঙ্গলবার রাতে এসআই হানিফকে প্রত্যাহার করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এ তথ্য জানান।

জানা যায়, ২৩ নভেম্বর, সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব শহরের নাটাল মোড় এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে মালিকবিহীন একটি গাঁজার ব্যাগ উদ্ধার করেন এসআই হানিফ। ব্যাগটি থানায় জমা না দিয়ে গোপন করেন তিনি।

পুলিশ সুপার গোপন সূত্রে এ খবরটি জেনে যান। তৎক্ষণাৎ থানার ওসিকে তিনি ঘটনাটি অবহিত করেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এরপর ওই এসআই দেড় কেজি গাঁজা জব্দ দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভূক্ত করেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘পুলিশ অপরাধ করলে ছাড় নেই। তাকে প্রাথমিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধ প্রমাণিত হলে তার অফিসিয়াল শাস্তি হবে।’

 

 
Electronic Paper