ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরের পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০

ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার প্রতীক বরাদ্দের জন্য কবি জসিম উদ্দীন হল ও মধুখালী পৌরসভার জন্য মধুখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় মেয়র প্রার্থীরা ছাড়াও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২ জন ও কাউন্সিলর পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৭টি ওয়ার্ড নিয়ে দেশের সর্ববৃহৎ এলাকা নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ভোটার ৭৬ হাজার ৫৭১ জন।

অপরদিকে মধুখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দুইজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মধুখালী পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৯২ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯ হাজার ৯০৩ এবং নারী ১০ হাজার ৮৯ জন।

 

 
Electronic Paper