ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাজীপুরে শনাক্ত করোনা রোগীর সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়ালো

গাজীপুর প্রতিনিধি
🕐 ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ০১, ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন। এনিয়ে গাজীপুরে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৩ জন। বুধবার (১ জুলাই) বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জে ২০ জন, কাপাসিয়ায় ১১ জন, শ্রীপুরে ২১ জন এবং গাজীপুর সদর ও সিটি করপোরেশন এলাকায় ৩১ জন।

এ পর্যন্ত গাজীপুরে মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৩ জন। এর মধ্যে কালিয়াকৈরে ৪১৮ জন, কালীগঞ্জে ৩২৯ জন, কাপাসিয়ায় ২৩৪ জন, শ্রীপুরে ৪২১ জন এবং গাজীপুর সদর ও সিটি করোপোরেশন এলাকায় ২ হাজার ১২১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুর জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ ৩ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৩ জন।

 
Electronic Paper