ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফরিদপুরেই থেকে যাচ্ছেন এসপি আলিমুজ্জামান

সঞ্জিব দাস, ফরিদপুর
🕐 ৭:৩০ পূর্বাহ্ণ, জুলাই ০১, ২০২০

করোনাকালে ফরিদপুর জেলা পুলিশ তত্ত্বাবধায়ক মো. আলিমুজ্জামানের জনকল্যাণমূলক উদ্যোগ এই জেলাবাসীকে দেখিয়েছে নতুন স্বপ্ন। তিনি একের পর এক মহতী উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত ১৪ মে তার বদলির আদেশ মেনে নিতে পারেননি এ জেলার বাসিন্দারা।

তার বদলি পরিবর্তনের জন্য মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন জেলার মানুষ। সে সময় তিনি পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের মৌখিক নির্দেশে ফরিদপুরে থেকে যান। অবশেষে ২৯ জুন এলো স্বরষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণা এবং চিঠি।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার তার বদলির আদেশ প্রত্যাহার করা হয়। গত ১৪ মে মো. আলিমুজ্জামান বিপিএম-সেবাকে ফরিদপুর থেকে মেহেরপুর জেলায় বদলি করা হয়েছিল।

সেই বদলি আদেশ স্থগিত রাখা হয়। সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই ফরিদপুরবাসীর মন জয় করে নিয়েছেন। তিনি ফরিদপুরের যোগদানের পর সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে সফল হওয়ায় ফরিদপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন।

জেলার বিশিষ্টজনরা বলেছেন, ফরিদপুরের প্রেক্ষাপটে তার মতো একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার খুব প্রয়োজন সামনের দিনগুলোতে।

 
Electronic Paper