ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ৭:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হচ্ছেন- বাজিতপুর উপজেলার ইদু মিয়ার ছেলে আবুল হোসেন (১৮)।
পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন যাত্রী। আহত হন অপর তিন যাত্রী। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. তরিকুল ইসরাম জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসটি কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী অটোরিকশাটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।

 
Electronic Paper