ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনা উপসর্গ নিয়ে টঙ্গীতে আরেক কলেজশিক্ষকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
🕐 ৪:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

করোনা উপসর্গ নিয়ে গাজীপুরের টঙ্গী সিরাজউদ্দিন বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের শিক্ষক আনিসুর রহমান বাবুলের মৃত্যু হয়েছে। রোববার ভোরে জ্বর নিয়ে আউচপাড়া সুর তরঙ্গ রোডের একটি বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত শিক্ষকের গ্রামের বাড়ি পূর্বাচল উপশহরে। তিনি আউচপাড়া সুর তরঙ্গ রোডের একটি ভাড়া বাড়ির ৫ম তলায় থাকতেন।

টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. নাজিম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ওই শিক্ষকের মৃতের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।

তিনি জানান, গত পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনিও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যুর পর করোনার ভয়ে মরদেহের কাছে কেউ যাননি। পরে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যানের নেতৃত্বে করোনা স্বেচ্ছাসেবী কর্মীরা এগিয়ে এসে মরদেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন।

এর আগে শনিবার রাতে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়।

 
Electronic Paper