ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

না.গঞ্জে ২ হাজারে ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
🕐 ৫:২০ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

করোনাভাইরাস সংক্রমণে হটস্পট খ্যাত নারায়ণগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন করোনা রোগী শনাক্ত এবং দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২১০৪ জন।

রোববার (২৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন ব্যক্তি।

ডা. ইমতিয়াজ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের করোনা পজিটিভ হওয়ার পর জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১০৪ জনে। এছাড়া ২ জনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা ৭২ জন। অপরদিকে মোট সুস্থ হয়েছেন ৬৮৯ জন।’

নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সিটি করপোরেশন এলাকায়। এখানে মোট আক্রান্তের সংখ্যা ৯৫৬ জন, সদর উপজেলায় ৭১৮ জন, আড়াইহাজার উপজেলায় ৬৬ জন, সোনারগাঁও উপজেলায় ১৭২ জন, বন্দর উপজেলায় ৫৪ জন এবং রূপগঞ্জ উপজেলায় ১৩৮ জন।

এছাড়া মৃতের দিক থেকে সিটি করপোরেশনে ৪৯ জন, সদরে ১৬ জন, রূপগঞ্জে ১ জন, সোনারগাঁওয়ে ৫ জন, বন্দর ১ জন রয়েছেন।

 
Electronic Paper