ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মানিকগঞ্জে ৩০৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

মানিকগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ৩০৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত রোববার এর সংখ্যা ছিল ৩৬৪ জন। গতকাল সোমবার নতুন করে আরও সাতজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদের মধ্যে নতুন করে ৬৭ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। সেই হিসেবে বর্তমানে ৩০৪ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে। এদিকে এ পর্যন্ত কোয়ারেন্টাইন মুক্ত হয়েছে ৮৮৮ জন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমণের কোন খবর পাওয়া যায়নি। তবে গতকাল হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিতাই সরকারের স্ত্রী সুচিত্রা সরকার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হওয়ার জন্য গতকালই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তারা দ্রততম সময়ের মধ্যে পরীক্ষার রিপোর্ট জানাবেন। এদিকে ওই নারীর মৃত্যুর পর গতকাল বড়ইছড়া গ্রামটিকে লকডাউন করে দিয়েছে প্রশাসন।

 

 
Electronic Paper