ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঘিওরের বাইলজুরি গ্রাম লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি
🕐 ৪:২১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুর পর মানিকগঞ্জে এক ব্যক্তিকে দাফন করার পর একটি গ্রামকে লক ডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। একই সাথে ওই গ্রামে ৬টি বাড়ির ২৬ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ক্যাশিয়ারের চাকরি করতেন আলমগীর হোসেন নামের ওই ব্যক্তি। সপ্তাহখানেক আগে তিনি জ্বর কাশিতে আক্রান্ত হলে হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। এরপর থেকে তিনি বাড়িতেই ছিলেন।

মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। অনেকটা গোপনীয়তার মধ্যে ভোরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন করোনা সর্তকতায় বাইলজুরি গ্রাম লকডাউন ঘোষনা করেন। একই সাথে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৬টি বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 
Electronic Paper