ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উয়ারী-বটেশ্বরে ফের খনন

খন্দকার শাহিন, নরসিংদী
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

বাংলাদেশের অন্যতম গুরুতপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নরসিংদীর বেলাব উয়ারী বটেশ্বর। ইতোপূর্বে প্রত্নতাত্ত্বিক খননে এখানে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ-নগর, রাস্তা, পার্শ্ব-রাস্তা, পোড়ামাটির প্রত্নবস্তা স্বল্প-মূল্যবান পাথর ও কাচের পুঁতি, অনুপম স্থাপত্য (কুণ্ডু) মুদ্রা-ভাণ্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিস্কৃত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন।

২০০০ সাল থেকে নিয়মিতভাবে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে আসছে ঐতিহ্য-অন্বেষণ। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সরকারের সীমিত আর্থিক অনুদানে নরসিংদীর বেলাব উপজেলায় উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ২০১৯-২০২০ শুরু হয়েছে।

এ খনন কাজ উদ্বোধন উপলক্ষে গত বুধবার আমলাব ইউনিয়নের উয়ারী গ্রামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ-উল আলম লেনিনের সভাপতিত্বে এই পুনরায় খননের শুভ উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক হান্নান মিয়া।

 
Electronic Paper