ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুলিশের সহায়তায় হারানো শিশুকে ফিরে পেল মা

মো. আক্তার হোসেন, বন্দর
🕐 ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

পুলিশের প্রচেষ্টায় ৭ বছর বয়সের হারানো শিশু মাহিমকে ফিরে পেয়েছেন মা মুক্তা বেগম। নিখোঁজ হওয়ার দুই দিনের মধ্যে শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্নহারা হয়েওঠেন মুক্তা বেগম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক হানিফ মাহমুদ শিশু মাহিমকে মায়ের কাছে বুঝিয়ে দেন। ২৪ ফেব্রুয়ারি বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে থেকে শিশুকে কুড়িয়ে পেয়েছে চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি।

বন্দর থানার উপপরিদর্শক(এসআই) হানিফ মাহমুদ জানান, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের শিশু ছেলে মাহিম (৭) নিখোঁজ হয়। ২৪ র্ফেরুয়ারি বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ ব্রিজের সামনে শিশুমাহিম একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এসময় চিড়ইপাড়া এলাকার হালিম ও মাসুম নামের দুই ব্যক্তি শিশুমাহিমকে কুড়িয়ে পেয়ে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে মাহিম নামের এক শিশু পাওয়া গেছে এই মর্মে ওসি স্যারের নিদের্শে সারা দেশের প্রত্যেক থানায় ম্যাসেজ দেয়া হয়। নিখোঁজ জিডি করতে সংশ্লিষ্ট থানায় যায় শিশু মাহিমের পরিবার। আগাম বার্তায় হারানোর শিশুর সন্ধান পুলিশের মাধ্যমে পেয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় এসে উপস্থিত হন নিখোঁজ মাহিমের পিতা জাহাঙ্গীর আলম, মাতা মুক্তা বেগম। এসময় সংবাদকর্মীদের উপস্থিতি হারানো শিশুকে কাছে পেয়ে পুলিশের প্রশংসায় আত্নহারা হয়ে ওঠেন পিতা-মাতা।

 
Electronic Paper