ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কুলিয়ারচরে গাইড ক্রয়ে বাধ্য করছে শিক্ষকরা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
🕐 ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকার নিষিদ্ধ অবৈধ গাইড বই কিনতে শিক্ষর্থীদের বাধ্য করছে শিক্ষকরা। উপজেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন প্রকাশনীর মালিক ও প্রতিনিধিদের নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে শিক্ষার্থীদের বই কিনতে বাধ্য করছেন।

শহরের বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জানান, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান তাদের চাপ সৃষ্টি করে বলছে গাইড বই ক্রয় করে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা বাধ্য হয়ে গাইড বই ক্রয় করছেন।

সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. ফজলুল হক বলেন, আমি এক একটি ক্লাসের জন্য একটি প্রকাশনীর গাইড বই নির্ধারণ করে দিয়েছি। যা ঐ ক্লাসের জন্য সফলতা বয়ে আনবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন বলেন, সহায়ক নোট ও গাইড বই সম্পূর্ণ অবৈধ। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper