বেহাল পিতলগঞ্জ কমিউনিটি ক্লিনিক
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিউনিটি ক্লিনিকটি বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানে স্থানে ফাটল, ছাঁদ ফুটো হওয়া, পলেস্তরা খসে পড়া, রঙ না দেওয়ায় ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ক্লিনিকটি।
তবুও ঝুঁকি নিয়ে এখানে স্বাস্থ্য সহকারী মাসুম খান ও সংশ্লিষ্ট সহকারী মোক্তার হোসেন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন আর স্থানীয় রোগী, প্রসূতি ও শিশুরা চিকিৎসা নিচ্ছেন। শুধু তাই নয়, এ ক্লিনিকে রোগীদের যাতায়াতে স্থায়ী রাস্তা না থাকায় ভোগান্তিও কম নয়।
স্থানীয় ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য সহকারী মাসুম খান বলেন, ক্লিনিকে প্রচুর সংখ্যক রোগী চিকিৎসা নেন। তবে ভবনের ভেতরে প্রবেশ করতে ভয় পায়। আমরাও বাধ্য হয়ে ভয় নিয়েই কাজ করছি। ভবনটি পরিত্যক্ত করে নতুন ভবন বা সংস্কার জরুরি। ডা. সাইদ আল মামুন বলেন, ভবনের জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করে ব্যবস্থা নেব।