ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজদীখানে ১২৮ বিদ্যালয়ের ৯৩টিতে নেই শহীদ মিনার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৩টি বিদ্যালয়ে নেই শহীদ মিনার। ফলে একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিনে উপজেলার ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বাঁশ ও ককসিটসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রুদ্ধা নিবেদন করে আসছে।

সিরাজদিখান শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৩৫ টিতে বাকি ৯৩ টি বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই ।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,‘দেশ এখন ডিজিটাল হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিরাজদিখান উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাচ্ছে না কোনো স্থায়ী শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে তারা বাঁশের কঞ্চি কিংবা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে দিবসটি পালন করে।’

একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন,‘ বেশির ভাগ স্কুল গুলিতেই শহীদ মিনার নেই আবার যে সকল স্কুলে শহীদ মিনার আছে সেটাও নিয়মিত পরিষ্কার না করার কারণে শহীদ মিনার স্তম্ভ ধুলা পড়ে অপরিষ্কার হয়ে থাকে। তাই ২১ ফেব্রুয়ারি কয়েকদিন আগেই শহীদ মিনার ধুয়েমুছে পরিষ্কার করা হয়। আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্থায়ী শহীদ মিনার তৈরি করা হোক।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেন বলেন,‘শহীদ মিনার তৈরীর জন্য আমরা সব সময় স্থানীয়দের উদ্বুদ্ধ করে আসছি বর্তমানে স্থানীয়দের সহযোগীতায় অনেক শহীদ মিনার হচ্ছে আশা করছি খুব শীঘ্রই পর্যায় ক্রমে সব স্কুলে শহীদ মিনার হবে।’

 

 

 
Electronic Paper