ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি
🕐 ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় শাহিন আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নরসিংদী আরশি নগর এলাকার পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম রায়পুরা উপজেলার বীরগাঁও গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দড়ীগাও সরকারি কমিনিউটি ক্লিনিকের সিএইচসিপি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আরশিনগর এলাকার রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে অফিসে যাচ্ছিলেন শাহিন আলম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে পাশে ছিটকে পড়ে তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শাহিন আলম রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাওয়ার সময় হোচট খেয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
Electronic Paper