ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মসজিদের দানবাক্সে দেড় কোটি টাকা, স্বর্ণালংকার

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল নগদ ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা। এ ছাড়াও পাওয়া গেছে, বেশ কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে (৩ মাস ২০ দিন পর) প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি বড় লোহার দানবাক্স খোলা হয়।

সিন্দুকগুলো খুলে টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। আজ বিকেল ৪টায় গণনা শেষে দানের এ টাকার হিসাব পাওয়া যায়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা ও পাগলা মসজিদ কমিটির সম্পাদক পৌর মেয়র মাহমুদ পারভেজের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, মাহামুদুল হাসান, উবায়দুর রহমান সাহেল, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া ও রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার কর্মকর্তারা টাকা গণনার কাজ তদারকি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, দেশি নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার।

এর আগে গত ২৬ অক্টোবর পাগলা মসজিদের টাকা গণনা করে পাওয়া গিয়েছিল ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা। এবার কিছু টাকা কম পাওয়া গেছে।

 
Electronic Paper