ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদালতের বারান্দায় ছিনতাই, গ্রেফতার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
🕐 ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

গোপালগঞ্জে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বারান্দায় ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেফপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি মোবাইলসেট, কিছু পরিমান টাকা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

আজ (২৩ জানুয়ারি) বিকালে আদালত চলাকালিন সময় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস- এর আদালতের সামনে বারান্দায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অষ্টম তলায় ৫/৬ জনের একদল ছিনতাইকারী আদালতে মামলার হাজিরা দিতে আসা কাশিয়ানী উপজেলার শাকিল মোল্লাসহ আরো ৩/৪ জনকে ভয়ভীতি দিয়ে কিছু টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আদালতের নিরাপত্তায় নিয়োজিত এ,এস,এই মোঃ আজিজুল ইসলাম ছিনতাইকারী তুহিন খান(২৪), আরমান কাজী (২০), মাহফুজ সরদার (১৯) কে আদালত চত্তর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তুহিন খান ও মাহফুজ সরদারের বাড়ি শহরের পাঁচুড়িয়ায় ও আরমান কাজীর বাড়ি শহরতলীর চরমানিকদাহ গ্রামে। এরা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার এস,আই নিতাই চন্দ্র সাহা।

 
Electronic Paper