ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাশুড়ি হত্যা: পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
🕐 ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

লক্ষ্মীপুরে পরকীয়ায় বাধা দেয়ায় শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূ শারমিন আক্তারসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাকিয়ার ছেলে বউ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তপুর এলাকার সেলিম মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আন্ধার মানিক গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০), লক্ষ্মীপুর জেলার কালিবৃত্তি থানার চন্দ্রগঞ্জ এলাকার আবুল কালামের ছেলে জামাল হোসেন (২৮) ও চাঁদপুর জেলার বাখরপুর উপজেলার শাহজাহান খানের ছেলে নাজিম উদ্দিন (৩০)।

জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সব প্রমাণ ও সাক্ষ্যগ্রহণে আসামিরা আদালতে দোষী প্রমাণিত হয়েছেন। তাই তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, সদর উপজেলার র্ধমপুর গ্রামের জাকিয়া বেগমের ছেলে আবুল কালামের স্ত্রী শারমিন জামাল হোসেনের পরকিয়ার সম্পর্কের জেরে ২০১৬ সালের ১৪ জুলাই শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় জামালসহ আরও দুইজন সহযোগিতা করেন তাকে।

পরে এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলম বাদী হয়ে শারমিনসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে লক্ষ্মীপুর সদর থানার তৎকালীন এসআই মোরশেদ আলম ২০১৭ সালের ২ জানুয়ারি অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

 

 
Electronic Paper