ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইলিশ ছিনতাইয়ে পুলিশ-সাংবাদিক

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৯:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

ফরিদপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধরা ইলিশ জেলেদের কাছ থেকে কয়েকজন পুলিশ, সাংবাদিক ও মৎস্যকর্মী ছিনতাই করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গোপালপুর ঘাটমালিকের প্রতিনিধি আলী মৃধা অভিযোগ করেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঘাটে এসে কয়েকজন লোক নিজেদের মৎস্য অফিসের লোক, পুলিশ ও সাংবাদিক বলে পরিচয় দেন। তারা জেলেদের কাছ থেকে প্রায় দেড় মন ইলিশ ছিনিয়ে নিয়ে নিজেরা ভাগাভাগি করে নেন।

চরভদ্রাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, আসামি ধরার জন্য স্পিডবোট ভাড়া করে পদ্মায় গিয়েছিলেন এক এসআই ও তিন কনস্টেবল। কিন্তু মৎস্য অফিসের লোকের পাল্লায় পড়ে তারা নিজেদের দায়িত্ব ভুলে মাছ চুরিতে সহায়তা করেছেন।

এজন্য ওই থানার এসআই মিজানুর রহমান ও তিন কনস্টেবল কুতুবউদ্দিন, ফরহাদ হোসেন ও সেলিম মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান। তবে অন্যদের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত করে পদক্ষেপ নেবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হোসেন বলেন, উপজেলা মৎস্য কার্যালয়ের সহকারী শামীম আরেফিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাংবাদিকদের সম্পর্কে চরভদ্রাসন প্রেস ক্লাব সভাপতি মেজবাউদ্দিন বলেন, লিয়াকত আলী লাবলু ও উজ্জ্বল হোসেন নামে দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 
Electronic Paper