ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বাড়ছে পদ্মার পানি

শিবচরে ভাঙন ঝুঁকিতে বসতি

শিব শঙ্কর রবিদাস, শিবচর (মাদারীপুর)
🕐 ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরে ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের কবলে পড়েছে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ তিনটি স্কুল।

হাইস্কুলের ভবন সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হলেও প্রাথমিক স্কুল ভবন দুটি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ঝুঁকিতে রয়েছে হাটবাজার, ইউনিয়ন পরিষদ ভবন, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহস্রাধিক ঘরবাড়ি।
স্থানীয়রা জানান, গত দুই তিন দিনে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে চরজানাজাত, কাঁঠালবাড়িসহ তিনটি ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। এতে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙন আক্রান্ত হয়েছে। নিলামের মাধ্যমে ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এখনো প্রাথমিক বিদ্যালয় ভবন সরানো শুরু হয়নি। ভাঙন ও পানি বাড়ায় চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনোমতে অর্ধ বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা।
এদিকে ভাঙনের মুখে চরের অর্ধ শতাধিক ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন আক্রান্তরা। ভাঙন ঝুঁকিতে রয়েছে খাসেরহাট, চরজানাজাত ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ সহস্রাধিক ঘরবাড়ি। ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহবুব বলেন, ‘পদ্মায় দ্রুত পানি বেড়ে চরাঞ্চলে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে তিনটি স্কুল আক্রান্ত হয়েছে। স্কুল ভবনটি সরিয়ে নেওয়া হচ্ছে। ভবন অপসারণ চলছে। নতুন স্থানে স্কুল স্থানান্তর হবে।’

 
Electronic Paper