ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্ঘটনা রোধে সড়কে ডিজিটাল যন্ত্র

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

ফরিদপুর অংশে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (১৬ অক্টোরব) কানাইপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মধুখালী উপজেলার ব্রাক্ষনকান্দা এলাকায় সকাল থেকে শুরু হলো ডিজিটাল অ্যালকোহল ডিটেকটর, আরএফআইডি (গাড়ীর কাগজপত্র চেক যন্ত্র) এবং স্পিড গ্যান (গতি নিয়ন্ত্রক) যন্ত্রের ব্যবহার।

এ ব্যাপারে ফরিদপুরের কানাইপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাফুর আহমেদ জানান, বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রেই ডিজিটাল ব্যবহার শুরু করেছে। এর অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ব্রক্ষনকান্দা নামক স্থানে সড়ক দুর্ঘটনা রোধে ডিজিটাল মেশিন দিয়ে গাড়ির রেজিস্ট্রেশন চেক, স্পিড নিয়ন্ত্রক এবং অ্যালকোহল ডিটেকটরের কার্যক্রম শুরু হয়েছে। এসময় মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাক থামিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন চেক, স্পিড নিয়ন্ত্রক এবং অ্যালকোহল ডিটেকটর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কানাইপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাফুর আহমেদ, এসআই সাইদুর রহমান, এএসআই রাসেল বিশ্বাস প্রমুখ।

 

 
Electronic Paper