ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
🕐 ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কেরামত হাওলাদার (৩৫) নামের এক পিকআপ চালককে হত্যা ঘটনায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন। রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাড়ি বাড়িভাঙ্গা উপজেলা চান্দ্রা গ্রামের মৃত আবদুল মোল্যার ছেলে তোফা মোল্যা (২৬), আবদুল মান্নান ফকিরের ছেলে পলাশ ফকির (৩২), সামছুল হক খালাসির ছেলে সিদ্দিক খালাসি (৩৬), আবদুল মালেক মাতুব্বরের ছেলে এরশাদ মাতুব্বর (৩২), মৃত মোসলেমের ছেলে সুরুজ ওরফে সিরাজুল খাঁ (২৭), মৃত আবদুল মালেক মাতুব্বরের ছেলে নাইম মাতুব্বর (৩৫), গিয়াস উদ্দিন মোল্যার ছেলে আনু মোল্যা ওরফে আনোয়ার মোল্যা (২৮)।

এদের মধ্যে নাইম মাতুব্বর ও সুরুজ ওরফে সিরাজুল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর ভাঙ্গা উপজেলার উত্তর লোহারদিয়া গ্রাম থেকে পিকআপ চালক কেরামত হাওলাদার নিখোঁজ হন। পরদিন পার্শ্ববর্তী ছলিলদিয়া দিঘলকান্দা বিলের ভেতর থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৫ ডিসেম্বর মৃত কেরামতের ভাই ইকরাম হাওলাদার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

 
Electronic Paper