ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেহাল সড়কে দুর্ভোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
🕐 ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

মানিকগঞ্জের সিংগাইরের সড়কগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কারর্পেটিং ও ইটের সলিং উঠে গিয়ে পানি জমে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এসব স্থানে গাড়ী উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সবগুলোই সড়কেরই বেহাল দশা। এর মধ্যে সিংগাইর-সায়েস্তা-মানিকনগর সড়ক, বাস্তা-জামির্ত্তা সড়ক, চান্দহর-সিরাজপুর সড়ক, ভূমদক্ষিন-কামুড়া সড়ক, জয়মন্টপ-মধুরচর সড়ক, জয়মন্টপ- দশয়ানি সড়ক, গোলাইডাঙ্গা-জামসা সড়কের অবস্থা খুবই খারাপ। উপজেলার এসব সড়কগুলো বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ।

এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঢাকার সঙ্গে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়া প্রতিদিন শতশত বাস, ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন বিপদজনকভাবে চলাচল করছে। স্থানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ছোট ও মাঝারি যানবাহন আটকে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে হতাহতের বেড়েই চললেও কতৃপক্ষ উদাসীন। যেন দেখার কেউ নেই। সিএনজি চালক আহাদনূর জানান, সড়কে শতাধিক খানাখন্দ থাকার কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অনেক সময় গর্তের মধ্যে সিএনজি উল্টে দুর্ঘটনা ঘটেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনায় আহতও হয়েছে।

ট্রাক চালক মুজিব রহমান জানান, এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হলেও সংস্কারের কোনও ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চালকরা সবসময় ঝুঁকির মধ্যে গাড়ি চালিয়ে আসছে। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে তলিয়ে থাকে। এতে করে গাড়ি উল্টে অনেক দুর্ঘটনা ঘটনা ঘটলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

 
Electronic Paper