ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মাধবদী পৌরসভার বাজেট ঘোষণা

নরসিংদী প্রতিনিধি
🕐 ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯

শিল্প শহর নরসিংদীর মাধবদী পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌরসভা হলরুমে ২০১৯-২০ইং অর্থ বছরের ৮৪ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৯শত ৫২ টাকার বাজেট ঘোষণা করেন মাধবদী পৌর মেয়র হাজী মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। তবে পূবের্র বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় মাধবদী পৌর শহরের অবস্থিত ব্রহ্মপুত্র পাড়ের দৃষ্টি নন্দন লেকের কাজের প্রতি। যা এবারের বাজেটে আড়ালে পড়ে গেছে।

এছাড়া পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক নির্বাচিত হওয়ার পর প্রতিটি বাজেটেই দেখানো হয়েছে পাঠাগার নির্মাণ, ওয়েব পোর্টাল, কুকুর নিধন ও বেওয়ারিশ লাশ দাফন যার বাস্তবে প্রয়োগ নেই শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ।

এবারের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে সড়ক উন্নয়ন, পয়ঃনিস্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, হাট-বাজার ও বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে লিখিত বাজেট পেশ করেন মেয়র হাজী মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। বাজেট অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল।

 
Electronic Paper