ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

ফরিদপুর প্রতিনিধি
🕐 ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত। এতে আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে একটি বাস গোপালগঞ্জের পাটগাতি যাচ্ছিল। ধুলদি এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যায়। আহত হয় অন্তত ২৫ যাত্রী। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, হাইওয়ে থানা পুলিশ, কোতয়ালি থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। এখনও হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

 
Electronic Paper