ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পানি পেরিয়ে ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের

গোপালগঞ্জ প্রতিনিধি
🕐 ৫:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

একটু বৃষ্টি হলেই গোপালগঞ্জের দত্তডাঙ্গা তৈয়াবুর রহমান আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয়ের চারপাশ তলিয়ে যায়। পানি পেরিয়ে ক্লাসে যেতে হয় শিক্ষার্থীদের। ভবনটিও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এ কারণে দিন দিন বিদ্যালয়ে কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এরই মধ্যে বিদ্যালয়ের ভবনের সিঁড়ি ভেঙে পড়েছে।

সদর উপজেলার প্রত্তন্ত অঞ্চল দত্তডাঙ্গা এলাকায় ১৯৭৪ সালে প্রতিষ্ঠা হয় তৈয়াবুর রহমান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে ২০০৩ সালে বিদ্যালয়টিতে একটি নতুন ভবন নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়।

এদিকে বিদ্যালয়ের সিঁড়ির একাংশ ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে ক্লাসে প্রবেশ করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

বিভিন্ন জায়গায় খসে পড়ছে পলেস্তারা। এ অবস্থায় দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খানম জানান, বিদ্যালয়ের একাংশ ভেঙে পড়েছে। আর একটু বৃষ্টি হলেই চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

 
Electronic Paper