ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কিশোরগঞ্জে চার খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই, মিঠামইনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে বৃদ্ধ এবং সদর উপজেলায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন হয়েছেন। এছাড়া করিমগঞ্জে ছোটদের খেলাকে কেন্দ্র করে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পাকুন্দিয়ার চরটেকী গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আলী আজগর মোস্তফা মুকুল (৬২) খুন হন। এ ঘটনায় ছোট ভাই শামসুল মুসলিমীন মতি ওরফে কেজি মতিকে (৫৫) আটক করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মিঠামইনে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘাগড়া গ্রামে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার সকালে বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে শাহজাহান মিয়ার মৃত্যু হয়।

এছাড়া সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের দানাপাটুলী গ্রামে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন হয়েছেন। দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন (৪৬) সদর উপজেলার দানাপাটুলী গ্রামের সৌদি প্রবাসী ছায়মুদ্দিনের স্ত্রী। ঘাতক মেয়ের জামাই হাবিবুর রহমান রনি (২৮) সদর উপজেলার মনোহরপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

এদিকে, করিমগঞ্জে ছোটদের খেলাকে কেন্দ্র করে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুলাল মিয়া (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ চাচাতো ভাই সবুজ মিয়াসহ (৫০) ছয়জনকে আটক করেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দক্ষিণ সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলাল মিয়া উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দক্ষিণ সুতারপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।

 
Electronic Paper